নিহতরা হলেন, রামগড়ের বাগান টিলা এলাকার মৃত মীর হোসেনের স্ত্রী আমেনা বেগম ও তার মেয়ে রেহানা আক্তার।
রেহানার স্বামী মোস্তফা ওমান প্রবাসী এবং ঘরে শুধু মা-মেয়ে দুজনই থাকতেন। বৃহস্পতিবার সকাল থেকে মা মেয়ের কোন সাড়া শব্দ না পেয়ে প্রতিবেশীরা তাদের খুঁজতে যান।
আরও পড়ুন:
এসময় তাদের ঘরে ঢুকে ২ টি কক্ষের বিছানায় মা ও মেয়ের মরদেহ পড়ে থাকতে দেখেন।
প্রতিবেশীদের খবরে পুলিশ ঘটনাস্থলে এসে পর্যবেক্ষণ করছেন। তারা জানায়, হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে ইতোমধ্যে তদন্ত শুরু হয়েছে।
এ ঘটনার সুষ্ঠু তদন্তপূর্বক দোষীদের আইনের আওতায় আনার দাবি জানান স্থানীয়রা।