খাগড়াছড়ির রামগড়ে মা-মেয়েকে গলা কেটে হত্যা

স্থানীয় লোকজন
এখন জনপদে
অপরাধ
0

খাগড়াছড়ির রামগড়ে মা-মেয়েকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ (বৃহস্পতিবার, ২১ আগস্ট) দুপুরে রামগড় পৌরসভার বাগান টিলা এলাকায় নিজ বাড়ি থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

নিহতরা হলেন, রামগড়ের বাগান টিলা এলাকার মৃত মীর হোসেনের স্ত্রী আমেনা বেগম ও তার মেয়ে রেহানা আক্তার।

রেহানার স্বামী মোস্তফা ওমান প্রবাসী এবং ঘরে শুধু মা-মেয়ে দুজনই থাকতেন। বৃহস্পতিবার সকাল থেকে মা মেয়ের কোন সাড়া শব্দ না পেয়ে প্রতিবেশীরা তাদের খুঁজতে যান।

আরও পড়ুন:

এসময় তাদের ঘরে ঢুকে ২ টি কক্ষের বিছানায় মা ও মেয়ের মরদেহ পড়ে থাকতে দেখেন।

প্রতিবেশীদের খবরে পুলিশ ঘটনাস্থলে এসে পর্যবেক্ষণ করছেন। তারা জানায়, হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে ইতোমধ্যে তদন্ত শুরু হয়েছে।

এ ঘটনার সুষ্ঠু তদন্তপূর্বক দোষীদের আইনের আওতায় আনার দাবি জানান স্থানীয়রা।

সেজু