ফরিদপুর মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক শেখ মো. হাসেম আলী জানান, আমাদের সীমিত জনবল ও লজিস্টিক সাপোর্ট কম থাকার পরেও চেষ্টা চালিয়ে যাচ্ছি। জেলা জুড়ে মাদক নিয়ন্ত্রণ করা যায়।
তিনি বলেন, ‘জেলা প্রশাসকের নির্দেশ মোতাবেক গত তিন মাসে আমরা জেলার নয় উপজেলায় ৩৮৫টি অভিযান পরিচালনা করেছি। এ সময় মোবাইল কোর্ট হয়েছে ১৩৭টি।’
আরও পড়ুন:
তিনি আরও বলেন, ‘এসব অভিযানে ১৩২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে। তাদের কাছ থেকে আমরা ৪৮ কেজি গাঁজা, ২৮০০ পিস ইয়াবা, ১১৮ বোতল ফেনসিডিল, বিশ লিটার মদ, ৭ কেজি ৫০ গ্রাম হিরোইন উদ্ধার করতে সক্ষম হয়েছি।’
এ প্রসঙ্গে ফরিদপুরের অতিরিক্ত জেলায় ম্যাজিস্ট্রেট মিন্টু বিশ্বাস বলেন, ‘মাদকের বিষয়ে ফরিদপুর জেলা প্রশাসনের জিরো টলারেন্সের ভূমিকা রয়েছে।’
তিনি বলেন, ‘আমাদের ম্যাজিস্ট্রেট নিয়মিত মাদকের মোবাইল কোর্ট পরিচালনা করছে। আমরা বিশ্বাস করি সমাজের প্রত্যেকটা নাগরিক মাদকের বিষয়ে সোচ্চার হলে সমাজে মাদক নিয়ন্ত্রণ করা সম্ভব হবে।’