আজ (বৃহস্পতিবার, ২৮ আগস্ট) দুপুরে এ অভিযান পরিচালনা করা হয় বলে জানান বুড়িগোয়ালিনী নৌ পুলিশের অফিসার ইনচার্জ ওহিদুজ্জামান।
পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বালু ও মাটি ব্যবস্থাপনা আইনে ওয়াছ কুরুনিসহ দুইজনকে এক লাখ টাকা অর্থদণ্ড করা হয়। অনাদায়ে তাকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়। এসময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাশেদ হোসাইন।
বুড়িগোয়ালিনী নৌ থানার অফিসার ইনচার্জ বলেন, ‘বৃহস্পতিবার দুপুরে অবৈধভাবে নদ থেকে বালু উত্তোলন করার সময় ওয়াছ কুরুনি ও মনিরুল ইসলাম নামে দুই ব্যক্তিসহ বালু উত্তোলন করা বাল্কহেড উদ্ধার করা হয়।’
তিনি বলেন, ‘কপোতাক্ষ নদে অবৈধভাবে বালু উত্তোলন পরিবেশ ও নদীর স্বাভাবিক প্রবাহের জন্য ক্ষতিকর। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’