১০০ টাকার জন্য মুদি দোকানি খুন, বিচার চেয়ে এলাকাবাসীর সড়ক অবরোধ

চাঁপাইনবাবগঞ্জ
এলাকাবাসীর মানববন্ধন
এখন জনপদে
অপরাধ
0

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ১০০ টাকার জন্য মুদি দোকানি বাবুল হোসেন হত্যার বিচারের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। আজ (শুক্রবার, ২৯ আগস্ট) সন্ধ্যায় চাঁপাইনবাবগঞ্জ-সোনা মসজিদ মহাসড়কের ইসরাইল মোড় অবরোধ করে মানববন্ধন করেন এলাকাবাসী। এতে সড়কে যানজটের সৃষ্টি হয়। এতে ভোগান্তিতে পড়েন যাত্রীরা।

স্থানীয় বাসিন্দা আলি হাসান ফুক বলেন, ‘আমরা কোথাও নিরাপদ না। বড় চক এলাকার কয়েকজন ব্যক্তি সন্ত্রাসী হয়ে উঠেছেন। আমরা তাদের বিরুদ্ধে কথা বলতে পারি না। সে সন্ত্রাসী বাহিনীর মূল হোতা আসাদুল ইসলাম বাবুল হোসেনকে হত্যা করেছে। আমরা তাদের বিচার চাই।’

বাবুল হোসেনের ভাই নজরুল ইসলাম বলেন, ‘আমার ভাই একজন নিরীহ মানুষ মুদি দোকানের ব্যবসা করে সংসার চালাই। কিন্তু আমাদের এখানে একটি চক্র ইচ্ছে করে তাকে ১০০ টাকার জন্য হত্যা করেছে। আমরা এ হত্যাকাণ্ডের বিচার চাই।’

রুমানি বেগম নামের এক অটোরিকশার যাত্রী বলেন, ‘কানসাট মায়ের বাড়ি থেকে অটোরিকশায় করে স্বামীর বাড়ি ছত্রাজিপুরে যাচ্ছিলাম। ইসরাইল মোড়ে এসে দেখি সড়ক অবরোধ করেছে স্থানীয়রা। এতে ভোগান্তিতে পড়ি। পরে ৪০ মিনিট পরে বাড়ি এসেছি।’

আরও পড়ুন:

মানববন্ধনে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট মোয়ারজেম মেহেদী, শিবগঞ্জ বণিক সমিতির সভাপতি ইউসুফ আলি, শিবগঞ্জ পৌর মসজিদের ঈমাম শামীম রাজা, বাবুল হোসেনের ছোট ভাই নজরুল ইসলামসহ অন্যরা।

এর আগে ২১ আগস্ট সকাল ৮টায় পৌর এলাকার বড় চক এলাকার গুমানের ছেলে আসাদুলের সাথে দোকানের ১০০ টাকা নিয়ে বাকবিতণ্ডা হয় বাবুল হোসেনের। পরে ১৫ থেকে ২০ জন সন্ত্রাসী ডেকে নিয়ে মুদি দোকানি আবুল হোসেনের ওপর হামলা করে আসাদুল ইসলাম। এতে গুরুত্বর আহত হন আবুল হোসেন। পরে এলাকাবাসি তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। পরে ২৬ আগস্ট রাতে সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এসএস