সীতাকুণ্ডে দেশিয় অস্ত্রের কারখানায় অভিযান; অস্ত্র-গোলাবারুদসহ আটক ৪

চট্টগ্রাম
আটককৃত চার আসামি ও জব্দ করা অস্ত্র-গোলাবারুদ
অপরাধ
0

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সলিমপুর ইউনিয়নের ছিন্নমূল এলাকায় সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বাংলাদেশ সেনাবাহিনী বিশেষ অভিযান পরিচালনা করে একটি দেশিয় অস্ত্র তৈরির কারখানার সন্ধান পায়। আজ (শনিবার, ৩০ আগস্ট) ওই কারখানায় অভিযান চালিয়ে অস্ত্র ও গোলাবারুদসহ চারজনকে আটক করা হয়েছে।

প্রেস বিজ্ঞপ্তিতে সেনাবাহিনী জানিয়েছে, কারখানায় চারজন সন্ত্রাসীসহ ছয়টি দেশিয় অস্ত্র, খালি কার্তুজ ৩৫ রাউন্ড, তাজা কার্তুজ পাঁচ রাউন্ড, চাইনিজ কুড়াল একটি, ছুরি ২০টি, ওয়াকিটকি চার্জারসহ দুটি, মেগাফোন একটি, প্যারাসু্ট ফ্লেয়ার চারটি এবং অন্যান্য অস্ত্র তৈরির সরঞ্জামাদি ও যন্ত্রপাতি উদ্ধার করা হয়।

আরও পড়ুন:

গ্রেপ্তার করা সদস্যদের নিকটস্থ থানায় পুলিশের নিকট হস্তান্তর প্রক্রিয়া চলমান রয়েছে বলেও জানায় সেনাবাহিনী।

বাংলাদেশ সেনাবাহিনী শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখতে অঙ্গীকারবদ্ধ এবং সন্ত্রাস দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে।

এসএস