নিহতের স্বজনরা জানান, শনিবার সন্ধ্যায় কাটাবিল থেকে নগরীর পাথুরিয়া পাড়ার উদ্দেশে মোটরসাইকেলে রওনা হয় দুই বন্ধু অপু ও মহরম। কাটাবিল মসজিদের সামনে আসলে ২০ থেকে ২৫ জনের একটি দল অতর্কিত হামলা করে।
এসময় চালক মহরমকে মোটরসাইকেলে থাকা অবস্থায় অতর্কিতভাবে হামলা ও পরে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়।
আরও পড়ুন:
পরে, স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। পুলিশ জানায়, মাদক সংক্রান্ত বিরোধের জেরে মহরমের ওপর হামলা চালায় প্রতিপক্ষ।
হত্যাকাণ্ডে জড়িতদের পরিচয় নিশ্চিতে কাজ চলছে। নিহত মহরমের বিরুদ্ধে হত্যাকাণ্ড, চাঁদাবাজি ও মাদকসহ বিভিন্ন অপরাধে ১৮টি মামলা রয়েছে বলেও জানায় পুলিশ।