ধূমপান নিষেধ করায় বাস কাউন্টারে হামলা-ভাঙচুর, নেতৃত্বে স্বেচ্ছাসেবক দলের নেতা

সোহাগ পরিবহনের কাউন্টারে দুর্বৃত্তদের হামলার চিত্র
অপরাধ
0

রাজধানীর মালিবাগে সোহাগ পরিবহনের কাউন্টারের সামনে ধূমপান নিষেধকে কেন্দ্র করে দুর্বৃত্তরা হামলা ও ভাঙচুর চালিয়েছে। গতকাল (বুধবার, ৩ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় কাউন্টারে থাকা ১০ থেকে ১২ জন কর্মচারীসহ সোহাগ পরিবহনের পরিচালক আলী হাসান তালুকদার পলাশ আহত হয়েছেন। হামলায় গুরুতর আহত হয়েছেন পলাশের ড্রাইভার মাসুদ। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

কাউন্টারের পাশাপাশি আলী হাসান তালুকদার পলাশের বাসায়ও হামলা হয়েছে।

আরও পড়ুন:

সোহাগ পরিবহনের মালিকপক্ষ থেকে দাবি করা হয়, স্থানীয় স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লালের নেতৃত্বে ২৫ থেকে ৩০ জন এসে অতর্কিত এ হামলা চালায়। কাউন্টারে ভাঙচুরের ফলে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। 

এরপর ঘটনাস্থল পরিদর্শন করেছে আইনশৃঙ্খলা বাহিনী। এ ঘটনায় এরই মধ্যে সেচ্ছাসেবক দল থেকে বিল্লালকে আজীবন নিষিদ্ধ করা হয়েছে। 

এসএইচ