আজ (বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর) দুপুরে সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বিজিবি। জব্দকৃত পণ্যের মধ্যে রয়েছে শাড়ি, প্রসাধনী, সিগারেট ও চকলেট।
বিজিবির ২৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাব্বার আহমেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাত সোয়া ২টায় বিজয়নগরের ইব্রাহিমপুর এলাকায় অভিযান চালায় বিজিবির একটি দল।
আরও পড়ুন:
এসময় একটি কাভার্ড ভ্যানে তল্লাশি চালিয়ে ৫৬১ পিস ভারতীয় শাড়ি, ৪ হাজার ৪৮৬ পিস প্রসাধনী, ৪ হাজার ৯০০ প্যাকেট সিগারেট ও ৯ হাজার ৭৮৪ পিস চকলেট জব্দ করা হয়।
তিনি জানান, চোরাই পণ্য পরিবহনে ব্যবহৃত কাভার্ড ভ্যানটিও জব্দ করা হয়েছে। জব্দকৃত চোরাচালানি পণ্যের আনুমানিক মূল্য ২ কোটি টাকারও বেশি। এসব পণ্যসামগ্রী আখাউড়া স্থল শুল্ক স্টেশনে জমা দেয়া হয়েছে।