ধানমন্ডিতে ডিবির অভিযান: আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের ৮ নেতাকর্মী গ্রেপ্তার

প্রতীকী ছবি
অপরাধ
0

রাজধানীর ধানমন্ডিতে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) অভিযান চালিয়ে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের আট নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে। আজ (শুক্রবার, ৫ সেপ্টেম্বর) এ তথ্য জানায় ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

গ্রেপ্তাররা হলো— গত ১ সেপ্টেম্বর ধানমন্ডিতে আওয়ামী লীগ আয়োজিত মিছিলে থাকা সজীবুল ইসলাম হৃদয় (২৩), ওয়ারী থানার ৩৯ নং ওয়ার্ড ছাত্রলীগের সহ-সভাপতি আব্দুল্লা বিন আজিজ (২৩), লালবাগ থানার স্বেচ্ছাসেবকলীগের কর্মী মো. রায়হান ওরফে পলিন (২৮), পল্টন থানার আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক কেন্দ্রীয় উপকমিটির সদস্য মো. শাহাদাৎ নবী খোকা (৪২), শেরেবাংলা নগর থানার ১৩ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবকলীগ যুগ্ম সাধারণ সম্পাদক মো. আমিনুর রহমান মানিক (৩০), কলাবাগান থানা ১৬ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. জামিল হোসেন পলাশ (৫৮), শরীয়তপুর সদর থানা আওয়ামী লীগ সেক্রেটারি মো. গোলাম মোস্তফা (৫০) ও নিকলী থানা ছাত্রলীগের সাবেক সভাপতি ও চেয়ারম্যান কারার শাহরিয়ার আহমদ (৪১)।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে বিভিন্ন থানায় মামলা দায়ের করা হয়েছে এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে ডিএমপি।

এফএস