আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মুন্সিগঞ্জে দুই গ্রুপের সংঘর্ষ: আহত ৮

মুন্সীগঞ্জ
মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতাল
এখন জনপদে
অপরাধ
2

মুন্সিগঞ্জের মোল্লাকান্দিতে ইউনিয়নে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় গুলিবিদ্ধসহ অন্তত আটজন আহত হয়েছেন। গতকাল (শুক্রবার, ৫ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে ইউনিয়নটির মুন্সিকান্দি এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, স্থানীয় ওয়াহিদ মোল্লা ও উজির আলী গ্রুপের মধ্যে পূর্ব বিরোধ ও আধিপত্য নিয়ে সংঘর্ষ বাধে। এসময় দুপক্ষই ককটেল বিস্ফোরণ ঘটায় ও গুলিবর্ষণ করে। এতে কয়েকজন গুলিবিদ্ধসহ অন্তত আটজন আহত হয়।

আহত ব্যক্তিরা হলেন- সাইদুল মাদবর (৪৫), মজনু সরকার (৫৫), শামীম সরকার (২৭), জাহাঙ্গীর সরকার (৩৫), নজরুল সরকার (৬৫), শরীফ মাদবর (৬৫), সোহেল (৩৫) ও লিটন (২৫)। আহত ব্যক্তিদের সবার বাড়ি মোল্লাকান্দি ইউনিয়নের বিভিন্ন এলাকায়।

আরও পড়ুন:

তাদের উদ্ধার করে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে নেয়া হয়। সেখান থেকে পরে চারজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মাসুদুর রহমান জানান, ছয়জনের শরীরে গুলির আঘাত রয়েছে।

তবে এ ঘটনায় এখনও কেউ থানায় অভিযোগ দেয়নি বলে জানিয়েছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল আলম।

এসএস