তেল চুরির ঘটনা নিয়ে দ্বন্দ্বে পাম্পের ক্যাশিয়ার ইকবাল খুন, আসামির স্বীকারোক্তি

আসামি রতন মিয়া
এখন জনপদে
অপরাধ
0

বগুড়ায় পেট্রোল পাম্প কর্মীকে হাতুড়ি দিয়ে আঘাত করে হত্যার ঘটনায় জড়িত রতন মিয়াকে গাজীপুরের মৌচাক থেকে গ্রেপ্তার করেছে বগুড়া জেলা গোয়েন্দা পুলিশ। তারা জানায়, তেল চুরির ঘটনা নিয়ে দ্বন্দ্বে খুন হন পাম্পের ক্যাশিয়ার ইকবাল হাসান। প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যার কথা স্বীকার করেছে আসামি রতন মিয়া।

সিসি টিভির ফুটেজে দেখা যায়, মাত্র ২০ সেকেন্ডে হাতুড়ি দিয়ে মাথায় আঘাত করে হত্যা করা হয় ইকবাল হাসানকে। গত শনিবার (৬ সেপ্টেম্বর) দিবাগত রাতে বগুড়া শহরের দত্তবাড়ি এলাকার শতাব্দী ফিলিং স্টেশনে ঘটে এ নৃশংস ঘটনা। একই পেট্রোল পাম্পের বিক্রয় সহকারী রতন মিয়া এ ঘটনা ঘটিয়ে পালিয়ে যায়।

গতকাল (রোববার, ৭ সেপ্টেম্বর) সকালে পুলিশ মরদেহ উদ্ধার করে। হত্যাকাণ্ডের পর থেকেই পলাতক ছিলো বিক্রয় সহকারী রতন মিয়া। তারপর থেকে রতনকে আটক করতে চলে পুলিশের অভিযান। অবশেষে রোববার রাত ৯টায় গাজীপুর থেকে গ্রেপ্তার করা হয় আসামি রতনকে।

আরও পড়ুন:

পুলিশ জানায়, পেট্রোল পাম্পের তেল চুরির ঘটনা নিয়ে দ্বন্দ্বে বিক্রয় সহকারীর হাতে খুন হয় ক্যাশিয়ার ইকবাল হাসান। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে এসব স্বীকার করেছে আসামি রতন মিয়া। গ্রেপ্তারের পর আসামি রতনের কাছ থেকে নিহত ইকবালের মোবাইল ফোন, পাম্প থেকে চুরি করা ৩৬ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়।

পরে হত্যায় ব্যবহৃত চাকু ও রেঞ্জ উদ্ধার করা হয়। এ ঘটনার সঙ্গে অন্য কেউ জড়িত কি না জানতে আসামি রতন মিয়ার রিমান্ড আবেদন করবে পুলিশ।

হত্যাকাণ্ডের এ ঘটনায় নিহতের বোন সাদিয়া খাতুন বগুড়া সদর থানায় হত্যা মামলা দায়ের করেন।

এসএস