অর্থ আত্মসাৎ-পাচারে জড়িত থাকায় মিঠুর বিরুদ্ধে দুদকের মামলা

মোতাজজেরুল ইসলাম মিঠু
দেশে এখন
অপরাধ
0

স্বাস্থ্য খাতে সিন্ডিকেট করে বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ ও পাচারে জড়িত আলোচিত ঠিকাদার মোতাজজেরুল ইসলাম মিঠুর বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ (বুধবার, ১০ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে সংস্থাটির নিয়মিত ব্রিফিং এ বিষয়টি নিশ্চিত করেছেন দুদক মহাপরিচালক।

সংস্থাটি জানায়, ঠিকাদার মিঠুর বিরুদ্ধে প্রায় ৭৬ কোটি টাকা অবৈধ সম্পদ অর্জনের প্রমাণ মেলায় তার বিরুদ্ধে মামলা করেছে দুদক।

আরও পড়ুন:

ব্রিফিং এ দুদক মহাপরিচালক আরও জানান, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক থেকে ঋণ জালিয়াতির মাধ্যমে ১৫০ কোটি টাকা ভাগ বাটোয়ারা করে অর্থ আত্মসাতের অভিযোগে সিকদার গ্রুপের জন হক সিকদারসহ ২৬ জনের বিরুদ্ধে মামলা করেছে সংস্থাটি।

এ মামলার অন্যতম আসামী এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম।

এসএস