মহেশখালীর মাতারবাড়ীতে পুলিশের ওপর বন্দুকধারীর হামলা, ২ সদস্য আহত

ইশরাত এলিজা
কক্সবাজার
প্রতীকী ছবি
এখন জনপদে
অপরাধ
0

কক্সবাজারের মহেশখালীর মাতারবাড়ীতে পুলিশের টহলদলের সদস্যদের লক্ষ্য করে দূর্বৃত্তরা গুলি চালিয়েছে। এতে মহেশখালী থানার এএসআই সেলিম উদ্দিন ও কনস্টেবল সোহেল আহত হন। আহতদের স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনা ঘটে গতকাল (বুধবার, ১০ সেপ্টেম্বর) রাত ১২টার দিকে মাতারবাড়ীর কয়লা বিদ্যুৎ প্রকল্পের মীর আকতার কোম্পানি ব্রিজ এলাকায়।

আহতরা হলেন- মহেশখালী থানার সহকারী উপ-পরিদর্শক ( এএসআই ) সেলিম উদ্দিন ও কনস্টেবল মো. সোহেল।

স্থানীয়দের বরাতে মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুরুল হক বলেন, ‘রাতে মাতারবাড়ী কয়লাবিদ্যুৎ প্রকল্প এলাকার মীর আকতার কোম্পানি ব্রিজ সংলগ্ন স্থানে কতিপয় সন্দেহভাজন লোকজন অপরাধ সংঘটনের উদ্দেশে সশস্ত্র অবস্থানের খবর পায় পুলিশ। পরে পুলিশের একটি টহলদল ঘটনাস্থলে পৌঁছলে উপস্থিত টের পেয়ে পালানোর চেষ্টা করে। এতে ধাওয়া দিলে পুলিশ সদস্যদের লক্ষ্য করে দূর্বৃত্তরা অতর্কিত গুলি গুলি ছুড়তে থাকে। পুলিশ সদস্যরা আত্মরক্ষার্থে কঠোর অবস্থান নিলে গুলি ছুড়তে ছুড়তে দূর্বৃত্তরা পালিয়ে যায়। এ ঘটনায় পুলিশের ২ জন সদস্য গুলিবিদ্ধ হয়।’

আরও পড়ুন:

মঞ্জুরুল হক বলেন, ‘আহতদের স্থানীয়দের সহায়তায় উদ্ধার করে প্রথমে চকরিয়া উপজেলার বদরখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। এসময় কর্তব্যরত চিকিৎসক তাদের চিকিৎসার জন্য চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করেন। সেখানে তাদের আঘাত গুরুতর হওয়ায় চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছেন।’

ঘটনায় জড়িতদের চিহ্নিত করে গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে বলে জানান মো. মঞ্জুরুল হক।

ইএ