মেক্সিকোর ইজতাপালাপা ও চালকো সীমান্তের কাছে ট্রাকটি উল্টে গিয়ে বিস্ফোরণ হয়। এ সময় বিকট শব্দে কেপে উঠে গোটা এলাকা। আশেপাশে থাকা কয়েকটি যানবাহনে আগুন ধরে যায়। পুড়ে ছাই হয়েছে বেশ কয়েকটি গাড়ি। ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে দমকলবাহিনীর কর্মীরা।
জানা গেছে, হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় ট্রাকটি। এতে সঙ্গে সঙ্গে বিস্ফোরণ ঘটে আর মুহূর্তেই ছড়িয়ে পড়ে আগুন। পুড়ে যায় অন্তত ৩০টি যানবাহন।
আরও পড়ুন:
ট্রাকটিতে প্রায় ৫০ হাজার লিটার গ্যাস ছিল। দীর্ঘ চেষ্টার পর নিয়ন্ত্রণে আসে আগুন।
মেক্সিকো সিটির মেয়র ক্লারা ব্রুগাদা জানিয়েছেন আহতদের চিকিৎসায় সব ধরনের সহায়তা করছে সরকার। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে শুরু হয়েছে তদন্ত। ব্রুগাদা বলেন, ‘এটি একটি মর্মান্তিক দুর্ঘটনা। কী ঘটেছিল তা নির্ধারণ করার জন্য প্রসিকিউটর দপ্তর তদন্ত শুরু করছে।'