হিলিতে ময়লার ভাগাড় থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

দিনাজপুর
ময়লার ভাগাড়ে পড়ে থাকা মরদেহ
এখন জনপদে
অপরাধ
1

দিনাজপুরের হিলি উপজেলার চুড়িপট্টি এলাকা থেকে ময়লার ভাগাড় থেকে অজ্ঞাত এক ব্যক্তির (৬০) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ (শুক্রবার, ৩ অক্টোবর) দুপুরে মরদেহটি উদ্ধার করা হয়। বিষয়টি হাকিমপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল হক নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশের একটি টিম চুড়িপট্টি এলাকার ময়লার ভাগাড় থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য এ মরদেহ দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে।

আরও পড়ুন:

উদ্ধার হওয়া ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি এবং পরিচয় পাওয়া গেলে আইনি প্রক্রিয়া শেষে মরদেহটি তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলেও জানান তিনি।

এসএইচ