নারায়ণগঞ্জে স্ত্রী-সন্তানসহ ‘শীর্ষ সন্ত্রাসী’ সাহেব আলীর ৬ সহযোগী গ্রেপ্তার

নারায়ণগঞ্জ
গ্রেপ্তারকৃত ছয়জন
এখন জনপদে
অপরাধ
2

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের ‘শীর্ষ সন্ত্রাসী’ সাহেব আলীর স্ত্রী-পুত্রসহ ছয় সহযোগীকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। আজ (সোমবার, ৬ অক্টোবর) সকালে গাজীপুরের চান্দুরা বড়বাড়ি এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে র‍্যাব-১১ এর একটি টিম।

গ্রেপ্তারকৃতরা হলো- সাহেব আলীর পুত্র সজীব (১৯), স্ত্রী কল্পনা বেগম (২৯), শ্যালক শামীম মিয়া (২৬), হাফিজ শেখ (২৩), আমিনুল ইসলাম (৩৪) ও আকবর (২০)।

গ্রেপ্তারকৃত সবাই সিদ্ধিরগঞ্জের আঁটি ওয়াপদা কলোনী এলাকার বাসিন্দা।

এসময় তাদের কাছ থেকে বিভিন্ন ব্রান্ডের মোবাইল ফোন, খেলনা পিস্তল, মোটর ড্রাইভিং লাইসেন্স ও চারটি সাবল উদ্ধার করা হয়।

আরও পড়ুন:

র‍্যাব জানায়, সিদ্ধিরগঞ্জের শীর্ষ সন্ত্রাসী সাহেব আলী যার বিরুদ্ধে হত্যা, ডাকাতি, সন্ত্রাসী, চাঁদাবাজি, অস্ত্রসহ অন্তত এক ডজন মামলা রয়েছে। শীর্ষ সন্ত্রাসী সাহেব আলী ওয়াপদা কলোনি বউবাজার এলাকার মৃত গিয়াস উদ্দিনের ছেলে।

কয়েকদিন আগে সাহেব আলীকে গ্রেপ্তারের জন্য আটি ওয়াপদা কলোনীর বউ বাজারে র‍্যাবের অভিযান চালানো হয়। কিন্তু সাহেব আলী র‍্যাবের উপস্থিতি টের পেয়ে লোকজনকে দ্রুত দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে র‍্যাবের ওপর অতর্কিতভাবে আক্রমণ করে পালিয়ে যায়। সেসময় র‍্যাবের কয়েকজন সদস্য আহত হয়।

এসএস