শেরপুর সীমান্তে বিজিবি অভিযান: মাদক-চোরাই মালসহ প্রাইভেট কার জব্দ

বিজিবি হেফাজতে জব্দকৃত পণ্যসমূহ
এখন জনপদে
অপরাধ
0

শেরপুরের গারো পাহাড়ি সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে চোরাই পথে আনা ৪৩৯ বোতল ভারতীয় মদ, একটি প্রাইভেট কার ও একটি অটোরিকশা জব্দ করেছে ময়মনসিংহ ব্যাটালিয়ন-৩৯ বিজিবি। এসব পণ্যের বাজারমূল্য প্রায় অর্ধকোটি টাকা।

আজ (বৃহস্পতিবার, ২৩ অক্টোবর) বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান ময়মনসিংহ ব্যাটালিয়ন-৩৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মেহেদী হাসান।

বিজিবি সূত্রে জানা গেছে, আজ সকালে গোপন সংবাদের ভিত্তিতে নালিতাবাড়ী উপজেলার বারোমারী বিজিবি ক্যাম্পের একটি টহল দল বুরুঙ্গা কালাপানি এলাকা দিয়ে পাচারের সময় ৪৩৯ বোতল বিভিন্ন ব্র্যান্ডের ভারতীয় মদ, একটি প্রাইভেট কার ও একটি অটোরিকশা জব্দ করে। তবে এসময় কাউকে আটক করতে করা যায়নি।

আরও পড়ুন:

এ ব্যাপারে ময়মনসিংহ ব্যাটালিয়ন-৩৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মেহেদী হাসান জানান, শেরপুর অঞ্চলের সীমান্ত রক্ষায় ও চোরাচালানরোধে বিজিবির এমন অভিযান অব্যাহত থাকবে।

এসএইচ