চট্টগ্রামে চলন্ত বাসে দরজা বন্ধ করে ছিনতাইয়ের অভিযোগ

চট্টগ্রাম
বাসের দরজা আটকে ভেতরে ছিনতাই ও ধ্বস্তাধ্বস্তি
এখন জনপদে
অপরাধ
0

চট্টগ্রামের বন্দর থানাধীন কাস্টমস মোড় এলাকায় চলন্ত বাসে ছিনতাইয়ের ঘটনার অভিযোগ পাওয়া গেছে। গতকাল (রোববার, ২৬ অক্টোবর) রাত ১০ টার দিকে কয়েকজন ছিনতাইকারী বাসে উঠে অস্ত্রের মুখে যাত্রীদের মোবাইল ও টাকা ছিনিয়ে নেয়।

এক যাত্রীর মোবাইলে ধারণ করা ভিডিওতে দেখা যায়, বাসে উঠে বাইরে থেকে দরজা বন্ধ করে দেয় ছিনতাইকারীরা। যাতে কোনো যাত্রী নামতে না পারে। কয়েকজন ছিনতাইকারী বাসের ভেতরে উঠে যাত্রীদের মোবাইল ও টাকা ছিনিয়ে নিতে থাকে। এসময় তারা ছুরিকাঘাত করলে চিৎকার করতে থাকেন যাত্রীরা।

বাইরে থাকা দলের অন্য সদস্যরা ছিনতাই হওয়া মালামাল বুঝে নেন। এসময় মোড়ে থাকা যাত্রীরা চক্রের প্রধান হোতা আকবর হোসেনকে ধরে ঘটনাস্থলেই পুলিশে সোপর্দ করে। এসময় অপর তিন ছিনতাইকারী কৌশলে পালিয়ে যায়। তাদের বিরুদ্ধে বন্দর থানায় মামলা করেছেন ভুক্তভোগী।

এএইচ