হিলিতে শয়নকক্ষ থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার

দিনাজপুর
হিলিতে গৃহবধূর মরদেহ উদ্ধার
এখন জনপদে
অপরাধ
1

দিনাজপুরের হিলিতে নিজ শয়নকক্ষ থেকে ঝুলন্ত অবস্থায় সিমি আক্তার (২৭) নামের এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে হাকিমপুর থানা পুলিশ। আজ (রোববার, ৯ নভেম্বর) সকালে উপজেলার খট্টামাধবপাড়া ইউনিয়নের সাতকুড়ি এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

হাকিমপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল হক বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত সিমি আক্তার সাতকুড়ি এলাকার রমিনের স্ত্রী। নিহতের স্বামী ঢাকায় কর্মরত।

নিহতের পরিবারের অভিযোগ, গত কয়দিন ধরে শাশুড়ির সঙ্গে মনোমালিন্য চলছিল। তাদের দাবি, এ মনোমালিন্যের জের ধরে তাকে হত্যা করে ঝুলিয়ে রাখা হয়েছে। তারা এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেছেন।

আরও পড়ুন:

ওসি নাজমুল হক জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি আত্মহত্যা। মরদেহ উদ্ধার করে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ চলছে।

এসএইচ