রাউজানে ব্যবসায়ী হাকিম হত্যার ঘটনায় ৬ আসামি গ্রেপ্তার, বিপুল অস্ত্র জব্দ

চট্টগ্রাম
উদ্ধারকৃত অস্ত্র-গোলাবারুদ
এখন জনপদে
অপরাধ
0

চট্টগ্রামের রাউজানে ব্যবসায়ী আবদুল হাকিম হত্যার ঘটনায় পুলিশের অভিযান শেষে ৬ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল (রোববার, ৯ নভেম্বর) রাতে নোয়াপাড়ার চৌধুরী বাড়িতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে বিদেশি পিস্তল, রিভলভার ও গোলাবারুদসহ বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, এসব অস্ত্র হাকিম হত্যাকাণ্ড এবং সাম্প্রতিক রাউজানে সহিংসতায় ব্যবহৃত হয়েছে।

হাকিমকে ৭ অক্টোবর রাউজানে মদুনাঘাট ব্রিজে প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয়। তিনি সেদিন নিজ গাড়িতে রাউজানের বাগোয়ান থেকে শহরে ফিরছিলেন। হত্যাকাণ্ডের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে ব্যাপক সমালোচনা হয়।

আরও পড়ুন:

পুলিশ জানায়, হত্যাকাণ্ডের কারণ উদঘাটন ও আসামিদের ধরতে একাধিক অভিযান চালানো হয়। গোপন তথ্যের ভিত্তিতে গতকাল রাতভর নোয়াপাড়ার একাধিক বাড়িতে অভিযান চালিয়ে ৬ আসামিকে অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়।

রাউজানে গত ৫ আগস্ট থেকে একের পর এক ১৭টি খুনের ঘটনা ঘটায় পুরো এলাকায় আতঙ্ক বিরাজ করছে।

এসএইচ