মানিকগঞ্জে ককটেল বিস্ফোরণ, জনমনে আতঙ্ক

মানিকগঞ্জ
বিস্ফোরিত ককটেল
এখন জনপদে
অপরাধ
0

মানিকগঞ্জ শহরের শহিদ রফিক সড়কে দুই নম্বর আইনজীবী ভবনসংলগ্ন এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। আজ (বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর) বিকেল ৫টার দিকে এ বিস্ফোরণে কোনো হতাহতের খবর না মিললেও এলাকায় ছড়িয়ে পড়ে ব্যাপক আতঙ্ক।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল ৪টা ৫২ মিনিটের দিকে হঠাৎ বিকট শব্দে কেঁপে ওঠে পুরো এলাকা। মুহূর্তেই ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায় সড়কটি। এতে পথচারী ও যানবাহন চলাচলে সাময়িক স্থবিরতা সৃষ্টি হয়।

আরও পড়ুন:

মানিকগঞ্জ সদর থানার ওসি (তদন্ত) আমিনুল ইসলাম বলেন, ‘ঘটনাস্থলে একটি ককটেল বিস্ফোরণের সত্যতা পাওয়া গেছে। তবে কেউ হতাহত হয়নি। নিকটবর্তী সিসিটিভির ফুটেজ সংগ্রহ করে বিশ্লেষণ চলছে। জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।’

ঘটনার পর এলাকাজুড়ে নিরাপত্তা জোরদার করেছে পুলিশ।

এসএস