আজ (রোববার, ১৪ ডিসেম্বর) সকালে ফয়সাল করিম মাসুদ ও তার প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব জব্দের চিঠি সব ব্যাংকে পাঠানো হয়।
এর আগে শনিবার (১৩ ডিসেম্বর) ওসমান হাদির ওপর হামলাকারীদের একজন শনাক্ত করে। তাকে গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানায় ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
আরও পড়ুন:
এর আগে শুক্রবার (১২ ডিসেম্বর) হাদিকে রাজধানীর বিজয়নগরে প্রকাশ্যে গুলি করা হয়। দুপুর আড়াইটার দিকে বক্স কালভার্ট এলাকার সামনে এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ অবস্থায় তাকে দ্রুত ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হয়।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ডিসি–মিডিয়া মুহাম্মদ তালেবুর রহমান জানান, দুপুর ২টা ২৫ মিনিটে একটি মোটরসাইকেল থেকে হাদিকে লক্ষ্য করে গুলি ছোড়া হয়। সে সময় তিনি রিকশায় করে যাচ্ছিলেন।





