সাংস্কৃতিক সংগঠন ছায়ানটে হামলার ঘটনায় মামলা

ছায়ানট ভবনে হামলা-ভাঙচুর
অপরাধ
0

রাজধানীর ধানমন্ডিতে সাংস্কৃতিক সংগঠন ছায়ানটের ভবনে হামলার অভিযোগে থানায় মামলা করা হয়েছে। আজ (রোববার, ২১ ডিসেম্বর) ধানমন্ডি থানায় এ মামলা দায়ের করেন ছায়ানটের প্রধান ব্যবস্থাপক দুলাল ঘোষ।

ধানমন্ডি থানা পুলিশ জানায়, ছায়ানটে হামলার ঘটনায় কয়েকজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ৩৫০ জনকে আসামি করা হয়েছে।

আরও পড়ুন:

মামলায় এজাহারে উল্লেখ করা হয়, গত ১৯ ডিসেম্বর একদল হামলাকারী দেশিয় অস্ত্র নিয়ে ছায়ানট ভবনে প্রবেশ করে ব্যাপক ভাঙচুর চালায় এবং প্রতিষ্ঠানের সম্পদ নষ্ট করে। তারা ভবনের সিসি ক্যামেরা, আসবাবপত্র এবং বাদ্যযন্ত্রের ক্ষতি করে। রাজনৈতিক অস্থিরতার সুযোগ নিয়ে একটি গোষ্ঠী দেশের সাংস্কৃতিক ঐতিহ্যকে আঘাত করার উদ্দেশ্যে এ হামলা চালিয়েছে।

এছাড়া সাংস্কৃতিক কর্মকাণ্ডের প্রতি বিদ্বেষ থেকে পরিকল্পিতভাবে এ আক্রমণ করা হয়েছে বলেও মামলার এজাহারে উল্লেখ করা হয়।

এসএইচ