আলবেনিয়ায় প্রথম ইউরো বলকান-বাংলাদেশ বিজনেস সামিট অনুষ্ঠিত

প্রবাস
অর্থনীতি
0

বলকান অঞ্চলের দেশগুলোর সঙ্গে বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার বাণিজ্যিক সম্পর্ক সৃষ্টির লক্ষ্যে প্রথমবারের মতো বিজনেস সামিট হলো আলবেনিয়ায়। ইউরো বলকান ব্যবসায়িক শীর্ষ সম্মেলনটির আয়োজন করেছে বলকান বিসিসিআই নামের একটি সংস্থা। এর মধ্য দিয়ে বাংলাদেশ এবং বলকান অঞ্চলের মধ্যে বাণিজ্য সম্পর্ক গভীর করতে বিশেষ ভূমিকা রাখবে বলে প্রত্যাশা ব্যবসায়ীদের।

ইউরোপের প্রবেশদ্বার হিসেবে পরিচিত বলকান অঞ্চল। যেখানকার ১২টি দেশের সঙ্গে বাণিজ্য সম্পর্ক উন্নয়নে অপার সম্ভাবনা রয়েছে বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার দেশগুলোর।

এই সুযোগ কাজে লাগাতে তৎপর বলকান বিসিসিআই নামক এক সংস্থা। আলবেনিয়ার রাজধানী তিরানায় আয়োজন করেছে ইউরো বলকান ব্যবসায়িক শীর্ষ সম্মেলনও। যেখানে অংশ নেয় বিভিন্ন দেশের ব্যবসায়ী ও কূটনীতিকরা।

এই সম্মেলন বলকান ও দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে ব্যবসায়িক সেতুবন্ধন তৈরিতে কার্যকর ভূমিকা রাখবে বলে মনে করছেন তারা।

ঢাকার স্কাই লজিস্টিক বিডি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শহিদুল ইসলাম শাহীন বলেন, ‘২০২৫ এর সম্মেলনের মাধ্যমে বলকান ও দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে ব্যবসায়িক সেতুবন্ধন তৈরি হবে।’

বলকান দেশগুলোর সঙ্গে বাণিজ্য অগ্রগতির মধ্য দিয়ে বাংলাদেশের অর্থনীতিতে ইতিবাচক ভূমিকা রাখা সম্ভব হবে বলে মনে করছেন সেমিনারে অংশ নেয়া ব্যবসায়িক প্রতিনিধিরা।

ইতাল-বাংলা চেয়ারম্যান শাহ তাইফুর রহমান ছোটন বলেন, ‘এই সম্মেলনে যোগ দিয়েছে। সম্মেলনের মাধ্যমে এসব এলাকায় কর্মসংস্থানের যে বড় বাজার রয়েছে তা নিয়ে আমরা কাজ করবো।’

বলকান বিসিসিআই বিশেষ বাংলাদেশের সাথে বিদেশি ব্যবসায়ীদের সম্পর্ক তৈরিতে কাজ করে যাচ্ছে জানালেন সংস্থাটির সভাপতি।

বলকান বিসিসিআই সভাপতি মো. শওকত-ই-খোদা বলেন, ‘আমাদের এই চেম্বারের মেইন উদ্দেশ্য হচ্ছে বলকানের যে ১২টা দেশ ও দক্ষিণ এশিয়ার দেশ রয়েছে তাদের সাথে বিজনেস বৃদ্ধি করা।’

এই বিজনেস সামিটে বাংলাদেশের অর্থনীতির নতুন দিগন্ত হিসেবে বলকান অঞ্চলকে দেখা হচ্ছে। সরকারি-বেসরকারি সহযোগিতায় শুধু বাণিজ্যিক সম্পর্কই নয়, দুই অঞ্চলের মধ্যে সাংস্কৃতিক বন্ধনও শক্তিশালী করবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

সেজু