চট্টগ্রামের আড়তে শুরু হয়েছে পশুর চামড়া বিক্রি

চট্টগ্রামের আড়তগুলোতে কুরবানির পশুর কাঁচা চামড়া বিক্রি শুরু
অর্থনীতি
0

চট্টগ্রামের আড়তগুলোতে শুরু হয়েছে কোরবানির পশুর কাঁচা চামড়া বিক্রি। শুক্রবার (১৩ জুন) থেকে বেচাকেনা শুরু হয়েছে বলে জানিয়েছেন আড়তদাররা। ঢাকার কয়েকজন ট্যানারি মালিক চট্টগ্রামের বিভিন্ন আড়তে এসে এরই মধ্যে ২০ হাজারের মতো চামড়া কিনে নিয়েছেন বলে জানিয়েছেন আড়তদার সমিতি। আরএস এম লেদার, পান্না লেদার, খোকন ট্যানারি ও চট্টগ্রামের রিফ লেদার এসব চামড়া কিনে নিয়েছে। ১৮ তারিখের পর আরও চামড়া কিনে নিবেন তারা।

যদিও আড়তদারদের অভিযোগ, ঢাকার ট্যানারি মালিকরা সরকার নির্ধারিত মূল্যে চামড়া নিচ্ছেন না। সরকার লবণযুক্ত প্রতি বর্গফুট চামড়া ৫৫-৬০ টাকা নির্ধারণ করে দিয়েছে। যেখানে ট্যানারি মালিকরা দাম ধরছেম ৩৮-৪০ টাকা। এতে চট্টগ্রামের আড়তদাররা লোকসানের আশঙ্কা করছেন।

সমিতি জানায়, ঈদুল আজহায় এবার চট্টগ্রামে চার লাখ ১৫ হাজার পশুর চামড়া সংগ্রহ করা হয়েছে। চামড়াগুলো নগরের আতুরার ডিপো এলাকায় বিভিন্ন আড়তে মজুত আছে। তারা অভিযোগ করেন সরকার যদি লবণ মৌসুমী ব্যবসায়ীদের না দিয়ে আড়তদারদের দিতেন তবে এবার লাখ লাখ চামড়া নষ্ট হতোনা।

আড়তদাররা জানান, ১৮ তারিখের পর থেকে বেচাকেনা আরও বাড়বে। যদিও সব চামড়া বিক্রি হতে সময় লাগবে ১ থেক দেড় মাস।

ইএ