রাজস্ব ফাঁকি রোধে এনবিআরের বিশেষ অভিযানে ৯৯৪ কোটি টাকা আদায়

এনবিআর ভবন, বাংলাদেশ সরকারের লোগো
অর্থনীতি
0

গত ৯ মাসে রাজস্ব ফাঁকি শনাক্ত ও আদায়ে ব্যাপক সফলতা দেখিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। ২০২৪ সালের সেপ্টেম্বর থেকে ২০২৫ সালের মে পর্যন্ত সময়কালে ভিন্ন ভিন্ন অভিযানে প্রায় ৯৯৪ কোটি টাকা রাজস্ব আদায় করেছে সংস্থাটি। এনবিআরের জনসংযোগ কর্মকর্তা মো. আল-আমিন শেখ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ (মঙ্গলবার, ২৪ জুন) এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, কাস্টমস ও আয়কর বিভাগের মাঠ পর্যায়ের দপ্তর এবং গোয়েন্দা সংস্থাগুলো ৯ মাসে মোট ১৬ হাজার ৫৭২টি রাজস্ব ফাঁকি উদঘাটনের অভিযান পরিচালনা করেছে। অভিযানে মোট ৬ হাজার ২৪৬ কোটি টাকার ফাঁকির তথ্য উদঘাটিত হলেও এর মধ্যে আদায় হয়েছে ৯৯৪ কোটি টাকা।

এনবিআর জানায়, কাস্টমস হাউসগুলো ২ হাজার ২১৫টি অভিযানে ১৮৩ কোটি টাকার ফাঁকি শনাক্ত করে। এ ছাড়া, ভ্যাট গোয়েন্দা বিভাগ ২৩১টি অভিযানে ১ হাজার ৬৩৯ কোটি টাকার ফাঁকি উদঘাটন করে, যার মধ্যে ২৪০ কোটি টাকা আদায় করা হয়। কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর পৃথকভাবে আরও ৭৩ কোটি টাকা রাজস্ব আদায় করে।

এ ছাড়া, সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেল (সিআইসি) ১৮১টি অভিযানে ৩৬৬ কোটি টাকার ফাঁকি ধরতে সক্ষম হয়; যার মধ্যে ১৯৪ কোটি টাকা ইতোমধ্যে আদায় করা হয়েছে। আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিট ১৭০টি অভিযানে ১ হাজার ৮৭৪ কোটি টাকার ফাঁকি চিহ্নিত করে, যার বিপরীতে আদায় হয় ১১০ কোটি টাকা।

এনবিআর জানায়, দেশের উন্নয়ন ও রাজস্ব প্রবাহ ঠিক রাখতে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে। মাঠপর্যায়ের দপ্তর এবং গোয়েন্দা ইউনিটের সমন্বিত তৎপরতার ফলে রাজস্ব ফাঁকি রোধে এনবিআর আগের চেয়ে অনেক বেশি কার্যকর ভূমিকা রাখতে সক্ষম হয়েছে।

এসএইচ