অর্থবছর শেষে চালের মজুত বেড়েছে: প্রেস উইং

প্রধান উপদেষ্টার প্রেস উইং
অর্থনীতি
1

অর্থবছর শেষে দেশে খাদ্য মজুত বেড়েছে। চলতি অর্থবছরের শুরুতে দেশের বিভিন্ন গুদামে চাল ও গমের মজুত রয়েছে ১৭ দশমিক ৬৪ লাখ মেট্রিক টন, যা গত অর্থবছরের একই সময়ের তুলনায় প্রায় তিন লাখ টন বেশি।

আজ (বৃহস্পতিবার, ৩ জুলাই) প্রধান উপদেষ্টার প্রেস উইং খাদ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ তথ্য জানায়।

প্রেস উইং জানায়, গত বছরের ১ জুলাই দেশে চাল ও গমের মোট মজুত ছিল ১৪ দশমিক ৭৩ লাখ টন। এর মধ্যে চালের মজুত ছিল ১০ দশমিক ৬০ লাখ টন এবং গমের মজুত ছিল ৪ দশমিক ১৩ লাখ টন।

নতুন অর্থবছরের শুরুতে চালের মজুত বেড়ে দাঁড়িয়েছে ১৫ দশমিক ৪১ লাখ টনে। অভ্যন্তরীণ উৎস থেকে সংগৃহীত ও আমদানি করা গমের মোট সংগ্রহের তুলনায় বিতরণ বেশি হওয়ায় গমের মজুত কমে দাঁড়িয়েছে ২ দশমিক ২৩ লাখ মেট্রিক টনে।

এনএইচ