‘আগামী নির্বাচনের জন্য ইসি বাজেট দিলে সেই অনুযায়ী বরাদ্দ দেয়া হবে’

অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ
দেশে এখন
অর্থনীতি
0

আগামী নির্বাচনের জন্য নির্বাচন কমিশন (ইসি) বাজেট দিলে সেই অনুযায়ী বরাদ্দ দেয়া হবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। আজ (বুধবার, ৫ আগস্ট) সচিবালয়ে উপদেষ্টা পরিষদের সরকারি ক্রয় সংক্রান্ত কমিটি ও অর্থনৈতিক সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক একথা বলেন তিনি।

অর্থ উপদেষ্টা বলেন, ‘গেল এক বছরে খাদের কিনারা থেকে উঠে এসেছে অর্থনীতি।’ নানা চ্যালেঞ্জ সত্ত্বেও অর্থনীতি বর্তমানে কিছুটা স্বস্তির জায়গায় রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

আরও পড়ুন:

ব্যবসায়ীরাও স্বস্তিতে রয়েছেন বলে দাবি তার। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্র আরেকটু শুল্ক কমালে ভালো হতো। সামনে শুল্ক কমানোর জন্য আবারও আলোচনা করবে সরকার।’

এছাড়াও, মূল্যস্ফীতি স্বস্তির জায়গায় আসতে কিছুটা সময় লাগবে বলেও জানান তিনি।

সেজু