জুলাইয়ে মূল্যস্ফীতি বেড়ে ৮.৫৫ শতাংশ

প্রতীকী ছবি
অর্থনীতি
0

টানা সাত মাস ধরে কমার পর জুলাই মাসে আবারো বেড়েছে মূল্যস্ফীতি। জুলাইয়ে সার্বিক মূল্যস্ফীতি ৮ দশমিক ৫৫ শতাংশ। যা এর আগের মাসে ছিল ৮ দশমিক ৪৮ শতাংশ।

এ সময় মূল্যস্ফীতি বৃদ্ধিতে প্রভাব ফেলেছে চালের বাজারে ধারাবাহিক ঊর্ধ্বগতি। জুলাই মাসে খাদ্য মূল্যস্ফীতির ৫১ দশমিক ৫৫ শতাংশই চালের দাম বাড়ায়।

পরিকল্পনা কমিশন ও আর্থিক বিভাগে প্রকাশিত প্রতিবেদনে উঠে এসেছে এমন তথ্য। চলতি বছর জুলাই মাসে চালের সরবরাহ কমেছে ৩৬ শতাংশ। এসময় বাজারজাত হয় ৬২ হাজার ৮৮৯ মেট্রিক টন চাল।

আরও পড়ুন:

সরবরাহ বাড়াতে বেসরকারিভাবে চাল আমদানির বিজ্ঞপ্তি দেয় খাদ্য মন্ত্রণালয়। এ সংক্রান্ত আবেদনের সময় আগস্টে শেষ হলেও চালের বাজারে প্রভাব পড়তে লেগে যেতে পারে আর কয়েক মাস।

স্বল্পআয়ের চাহিদা মেটাতে ভর্তুকি মূল্যে ওএমএসে চাল বিক্রির পরিধি বাড়ানোর কথাও উল্লেখ রয়েছে ইকোনমিক আউটলুকে।

সেজু