‘রাজনৈতিক হস্তক্ষেপ কমলেই ব্যাংক খাতে তৈরি হওয়া ঝুঁকি কমবে’

বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর
দেশে এখন , ব্যাংকপাড়া
অর্থনীতি
1

রাজনৈতিক হস্তক্ষেপ কমলেই ব্যাংক খাতে তৈরি হওয়া ঝুঁকি কমবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর। আজ (সোমবার, ৭ জুলাই) দেশে প্রচলিত তদারকি ব্যবস্থার পরিবর্তে ঝুঁকি নির্ভর তদারকি বা আরবিএস পদ্ধতি চালুর লক্ষ্যে বাংলাদেশ ব্যাংকে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ‘আর্থিকভাবে রাজনৈতিক চাপ মোকাবিলায় রাজনীতিকে পরিশুদ্ধ হতে হবে। রাজনৈতিক হস্তক্ষেপ কমলেই ব্যাংক খাতে তৈরি হওয়া ঝুঁকি কমবে।’

বাংলাদেশ ব্যাংকের গভর্নর বলেন, ‘ব্যাংকিং খাতে জবাবদিহিতামূলক ও ঝুঁকি সচেতন সংস্কৃতি প্রতিষ্ঠা, সুপারভিশন কার্যকারিতা বৃদ্ধি জরুরি। সে লক্ষ্যে প্রযুক্তি ভিত্তিক উদ্ভাবনকে উৎসাহিত করতে আগামী ১ জানুয়ারি থেকে সকল তফসিলি ব্যাংকে আরবিএস চালু হবে।’

আহসান এইচ মনসুর বলেন, ‘ঝুঁকি ও ব্যবসার ধরন বিবেচনায় দেশের ৬১টি ব্যাংককে ১২ গ্রুপে ভাগ করা হবে। ২০টি ব্যাংকের ঝুঁকি ভিত্তিক নিরীক্ষা কার্যক্রম শেষ হয়েছে, ডিসেম্বরের মধ্যে সব ব্যাংকের ঝুঁকি ভিত্তিক নিরীক্ষা কার্যক্রম সম্পন্ন হবে।’

এএইচ