বাজেটে জনআকাঙ্ক্ষার বাস্তবায়ন হয়নি: এনসিপি

কথা বলছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম
বাজেট
অর্থনীতি
0

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম জানিয়েছেন, প্রস্তাবিত বাজেটে জনআকাঙ্ক্ষার বাস্তবায়ন হয়নি। এ বাজেট নিম্ন ও নিম্ন মধ্যবিত্তের জীবনমান উন্নয়নে প্রভাব ফেলবে না। ২০২৫-২৬ অর্থবছরের জাতীয় বাজেট নিয়ে বাংলামোটরের রূপায়ন টাওয়ারে আজ (মঙ্গলবার, ৩ জুন) এনসিপি আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলের পক্ষ থেকে তিনি এ কথা জানান।

নাহিদ ইসলাম বলেন, ‘বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ অনৈতিক। জুলাইয়ের ছাত্র-জনতার আত্মত্যাগের পরিপন্থী এ সুযোগ। অন্যদিকে, দেশে বেকারত্ব একটা বড় সমস্যা হলেও বাজেটে তাদের কর্মসংস্থানের বিষয়টি প্রাধান্য পায়নি।’

তিনি বলেন, ‘২০২৫-২০২৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের পরিবার এবং আহতদের জন্য ৪০৫ কোটি ২০ লাখ টাকা বরাদ্দ রাখার প্রস্তাব করা হয়েছে। এ বরাদ্দকে স্বাগত জানায় এনসিপি।’

এসময় বাজেটে অর্থের সুষ্ঠু ব্যবস্থাপনা প্রয়োজন বলেও জানান এনসিপির আহ্বায়ক।

এসএইচ