সংস্থাটির এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় বিভাগের উপব্যবস্থাপনা পরিচালক পাওলা প্যাম্পালোনির নেতৃত্বে ৬ সদস্যের ৪ জন এরইমধ্যে ঢাকায় এসেছেন। ইইউ মিশনের সাথে বৈঠকে নিম্নতম মজুরি নিয়ে তৈরি পোশাক শিল্পের শ্রমিকদের আন্দোলনের বিষয়টি প্রাসঙ্গিকভাবেই আসবে বলে ধারণা করছেন খাত সংশ্লিষ্টরা।
বাংলাদেশ সফররত দলটি শুরুতেই পরিদর্শন করবে কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প। এছাড়া যুক্তরাজ্য, কানাডা, যুক্তরাষ্ট্র, জাতিসংঘের আবাসিক প্রতিনিধির সঙ্গেও বৈঠক করার কথা রয়েছে তাদের। এই ছয় দিনের সফরে কয়েকটি পোশাক কোম্পানি, শ্রমিক সংগঠন এবং সুশীল সমাজের প্রতিনিধিদের সাথে বৈঠক করবে ইইউ মিশন।
এদিকে ১৫ নভেম্বর সরকারের তিনজন মন্ত্রীর সঙ্গে বৈঠকে বসবেন প্রতিনিধি দলে ছয় সদস্য। এছাড়াও বাণিজ্য, শ্রম ও পররাষ্ট্র সচিবের সাথে দীর্ঘ বৈঠক হবে বলেও কূটনৈতিক সূত্র জানিয়েছে। এই সফরে পাওলা প্যাম্পালোনি'র নেতৃত্বে ৬ সদস্যের সঙ্গে আলাপের টেবিলে কথা হবে বিজিএমইএ নেতাদেরও।
১৫ তারিখ বিকেলে বাণিজ্যমন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সাথে বৈঠকের পর রাতেই ঢাকা ছেড়ে যাবেন সফরকারী দলের প্রধান পাওলা। আর ১৬ তারিখ একটি তৈরি পোশাক শিল্প পরিদর্শন করে ইউরোপ ফিরবে দলের বাকি সদস্যরা।
শ্রম অধিকার সুরক্ষা এবং কর্মক্ষেত্রের নিরাপত্তা নিশ্চিত করতে আইনি ও প্রশাসনিক সংস্কারের ধারাবাহিকতায় ২০২১ সালে শ্রম খাতের উন্নয়নে এনআইপি গৃহীত হয়। শ্রম খাতের এনআইপি বাস্তবায়নে কতটা অগ্রগতি হলো তা নিয়ে আলোচনা করতেই আসছে ইইউ প্রতিনিধি দলটি।