চট্টগ্রাম বন্দরে দু'টি বিদেশি জাহাজের জরিমানা

চট্টগ্রাম
বিদেশি জাহাজ
এখন জনপদে , আমদানি-রপ্তানি
অর্থনীতি
0

চট্টগ্রাম বন্দরে ওয়েভার সনদ ছাড়া পণ্য লোড ও পরিবহনের দায়ে দু'টি বিদেশি জাহাজ এম ভি এক্সপ্রেস লোটসে ও এম ভি সোল প্রমিসকে ৫ লাখ করে মোট ১০ লাখ টাকা জরিমানা করেছে নৌ বাণিজ্য দপ্তর।

দেশিয় জাহাজ সুরক্ষা আইন ভঙ্গ করায় জাহাজ দু'টিকে জরিমানা করা হয়। এই আইন অনুযায়ী বন্দরে দেশিয় পতাকাবাহী জাহাজ থাকলে বিদেশি পতাকাবাহী জাহাজ নৌ বাণিজ্য অধিদপ্তরের ওয়েভার সনদ না পাওয়া পর্যন্ত পণ্য বোঝাই বা পরিবহন করতে পারবে না। এক্ষেত্রে জাহাজ দু'টি সনদ ছাড়াই পণ্য পরিবহন করেছে।

জরিমানার অর্থ সরকারি তহবিলে জমা করে নৌ বাণিজ্য দপ্তরকে অবহিত করতে, প্রতিষ্ঠানটির প্রিন্সিপাল অফিসার স্বাক্ষরিত এক চিঠিতে দুটি শিপিং কোম্পানির স্থানীয় এজেন্টকে বলা হয়।

সেজু