দেশিয় জাহাজ সুরক্ষা আইন ভঙ্গ করায় জাহাজ দু'টিকে জরিমানা করা হয়। এই আইন অনুযায়ী বন্দরে দেশিয় পতাকাবাহী জাহাজ থাকলে বিদেশি পতাকাবাহী জাহাজ নৌ বাণিজ্য অধিদপ্তরের ওয়েভার সনদ না পাওয়া পর্যন্ত পণ্য বোঝাই বা পরিবহন করতে পারবে না। এক্ষেত্রে জাহাজ দু'টি সনদ ছাড়াই পণ্য পরিবহন করেছে।
জরিমানার অর্থ সরকারি তহবিলে জমা করে নৌ বাণিজ্য দপ্তরকে অবহিত করতে, প্রতিষ্ঠানটির প্রিন্সিপাল অফিসার স্বাক্ষরিত এক চিঠিতে দুটি শিপিং কোম্পানির স্থানীয় এজেন্টকে বলা হয়।