'আমদানিতে শুল্কারোপের পর বাংলাদেশ কী পদক্ষেপ নেবে তা যুক্তরাষ্ট্রকে জানানো হয়েছে'

ফরেন সার্ভিস একাডেমিতে কথা বলছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন
আমদানি-রপ্তানি
অর্থনীতি
0

আমদানির ওপর বাড়তি শুল্কারোপের পর বাংলাদেশ কী পদক্ষেপ নেবে তা যুক্তরাষ্ট্রকে জানিয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। তারা ব্যাবসায়িক সম্পর্ক উন্নয়নে দুই পক্ষের ইতিবাচক আলোচনাও আমলে নিয়েছে বলে জানিয়েছেন উপদেষ্টা। তবে রোহিঙ্গা বা আরাকান আর্মি ইস্যুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা হয়নি বাংলাদেশের।

আজ (শুক্রবার, ১৮ এপ্রিল) ফরেন সার্ভিস দিবস উপলক্ষে ফরেন সার্ভিস একাডেমিতে পররাষ্ট্র উপদেষ্টা এসব কথা বলেন।

পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেন, 'যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী নিকোল চুলিকের সঙ্গে আরও নানা বিষয়ে আলোচনা হয়েছে ঢাকার। আরাকান ইস্যুতে বাংলাদেশ মধ্যবর্তী জটিলতার মধ্যে আছে।'

তিনি বলেন, 'মুর্শিদাবাদের ঘটনায় বাংলাদেশকে জড়িয়ে অভিযোগের প্রতিবাদ জানিয়েছে ঢাকা।'

এসময় বহির্বিশ্বের টালমাটাল পরিস্থিতির ঢেউ সামাল দিতে বাংলাদেশের পর্যাপ্ত কুটনৈতিক সক্ষমতা নেই বলেও জানান উপদেষ্টা।

বিদেশে যাওয়া শ্রমিকদের বিদেশ গিয়ে যে জটিলতায় পড়তে হয়, তার ৮০ শতাংশ সমস্যাই ঢাকা থেকে তৈরি হয় বলে জানান তিনি।

এসএস