দেশটির বাণিজ্য মন্ত্রণালয় আরও জানিয়েছে, ভারতের ভূখণ্ড ব্যবহার করে নেপাল ও ভুটানের উদ্দেশে পরিবহন করা বাংলাদেশি পণ্যের ক্ষেত্রে এই নিষেধাজ্ঞা কার্যকর হবে না।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ থেকে কোনো তৈরি পোশাক ভারতের কোনো স্থলবন্দর দিয়ে অনুমোদিত হবে না। তবে কেবল নবসেবা ও কলকাতা সমুদ্রবন্দর দিয়ে বাংলাদেশে তৈরি পোশাক ভারতে যেতে পারবে।
এছাড়াও নিষিদ্ধ করা হয়েছে আসাম, মেঘালয়, ত্রিপুরা, মিজোরাম, চ্যাংড়াবান্ধা ও ফুলবাড়ি শুল্কস্টেশন দিয়ে পরিবহন হওয়া বিভিন্ন ফল, জুস ও কার্বনেটেড পানীয়, প্রক্রিয়াজাত খাদ্য, তুলা, প্লাস্টিকজাত পণ্য, কাঠের আসবাবপত্র আমদানি।
তবে বন্দরের এই নিষেধাজ্ঞা বাংলাদেশ থেকে মাছ, এলপিজি, ভোজ্যতেল ও চূর্ণ পাথর আমদানির ক্ষেত্রে কার্যকর হবে না।