আজ (রোববার, ২৪ আগস্ট) রাজধানীতে ডিসিসিআই আয়োজিত বাংলাদেশের আগামী ছয় মাসে অর্থনীতির সম্ভাবনা ও চ্যালেঞ্জ শীর্ষক আলোচনায় তিনি এসব তথ্য তুলে ধরেন।
তাসকিন আহমেদ বলেন, ‘বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি নেমে এসেছে ৬ দশমিক ৪ শতাংশে, যা গত ২২ বছরের মধ্যে সর্বনিম্ন। অপরদিকে সরকারি খাতে ঋণ প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা বাড়িয়ে ধরা হয়েছে ২০ দশমিক ৪ শতাংশ।’
আরও পড়িন:
তিনি জানান, জুন মাসে দেশে মুদ্রাস্ফীতি কিছুটা কমে দাঁড়িয়েছে ৮ দশমিক ৪৮ শতাংশে। তবে একই সময়ে রপ্তানি আয় কমেছে ৩ দশমিক শূন্য ৯ শতাংশ এবং আমদানি বেড়েছে প্রায় ৪৭ শতাংশ।
ডিসিসিআই সভাপতি আরও বলেন, ‘বিনিয়োগ ও এলসি খোলা কমে গেলেও প্রথম প্রান্তিকে নিট এফডিআই দাঁড়িয়েছে ৮৬৪ মিলিয়ন ডলারে। তবে তৈরি পোশাকসহ প্রধান রপ্তানি খাতে প্রবৃদ্ধি ছিল ঋণাত্মক।’
তিনি সতর্ক করে বলেন, আর্থিক খাতে সুদের হার বেড়ে হয়েছে ১২ দশমিক ১১ শতাংশ এবং খেলাপি ঋণ দাঁড়িয়েছে ৫ লাখ ৩০ হাজার কোটি টাকায়, যা অর্থনীতিকে আরও ঝুঁকির মধ্যে ফেলতে পারে।