দুইদিন বন্ধের পর হিলি স্থলবন্দরের আমদানি-রপ্তানি বাণিজ্য শুরু

দিনাজপুর
আমদানিকৃত ট্রাক
আমদানি-রপ্তানি
অর্থনীতি
1

সাপ্তাহিক ছুটি ও ঈদে মিলাদুন্নবী উপলক্ষে টানা দুইদিন বন্ধের পর হিলি স্থলবন্দর দিয়ে শুরু হয়েছে আমদানি-রপ্তানি বাণিজ্য কার্যক্রম। সেই সঙ্গে শুরু হয়েছে বন্দরে পণ্য খালাসসহ সব কার্যক্রম।

আজ (রোববার, ৭ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় ভারত থেকে আমদানিকৃত সাবুদানা বোঝাই একটি ট্রাক হিলি স্থলবন্দরের প্রবেশের মধ্য দিয়ে এ কার্যক্রম শুরু হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাহিলি সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি ফেরদৌস রহমান।

আরও পড়ুন:

তিনি জানান, শুক্রবার (৫ সেপ্টেম্বর) সাপ্তাহিক ছুটি এবং শনিবার (৬ সেপ্টেম্বর) ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সরকারি ছুটি থাকায় এই দুইদিন হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি বাণিজ্যসহ সকল কার্যক্রম বন্ধ ছিল।

আজ রোববার সকাল থেকে আবার দুই দেশের বাণিজ্য কার্যক্রম শুরু হয়েছে। এতে বন্দর অভ্যন্তরে কর্মপ্রাণঞ্চলতা ফিরতে শুরু করেছে।

সেজু