এনবিআর ঐক্য পরিষদের সঙ্গে বৈঠক ফলপ্রসূ হয়েছে: অর্থ উপদেষ্টা

সালেহউদ্দিন আহমেদ
পরিষেবা
অর্থনীতি
0

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ঐক্য পরিষদের সঙ্গে বৈঠক ফলপ্রসূ হয়েছে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ। এনবিআর বিলুপ্তির অধ্যাদেশের প্রতিবাদে টানা কলম বিরতির পর সমস্যা সমাধানে সচিবালয়ে বৈঠক অনুষ্ঠিত হয়। বাজেটের পরই সব পক্ষের পরামর্শ নিয়ে এনবিআর বিভক্ত করার অধ্যাদেশ বাস্তবায়নের কাজ শুরু করবে সরকার। তবে বৈঠক শেষে আন্দোলনরত ঐক্য পরিষদের নেতারা কোনো বক্তব্য দেননি।

অর্থ মন্ত্রণালয়ে সরকারের তিন উপদেষ্টার সঙ্গে আন্দোলনরত এনবিআর সংস্কার ঐক্য পরিষদের প্রতিনিধিদের বৈঠকটি চলে প্রায় এক ঘণ্টা ধরে।

কিন্তু এ বৈঠক শেষে মুখ খোলেনি এনবিআরকে ভাগ করে সরকারি সিদ্ধান্তের প্রতিবাদে আন্দোলনরত ঐক্য পরিষদের নেতারা। কথা বলেননি বৈঠকে থাকা অন্যান্য উপদেষ্টারাও। তবে অর্থ উপদেষ্টা জানান, আন্দোলনরত কর্মকর্তাদের সঙ্গে বৈঠক ফলপ্রসূ হয়েছে।

সালেহউদ্দিন আহমেদ বলেন, ‘বৈঠক ফলপ্রসূ হয়েছে। কিছু গেজেট করতে হবে, গেজেটের আগে অনেক কাজ আছে। আমি চেষ্টা করবো যত তাড়াতাড়ি সম্ভব করার জন্য।’

এখানে অর্থ উপদেষ্টাকে প্রশ্ন করা হয়, এনবিআরকে ভেঙে জাতীয় রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা নামে দুইটি ভাগ করে যে অধ্যাদেশ জারি করেছে কর্মকর্তাদের পক্ষ থেকে তা বাতিলের যে দাবি উঠেছে সে সম্পর্কে। উপদেষ্টা জানান, দেশের কল্যাণেই এই সিদ্ধান্ত নিয়েছে সরকার। এবং আন্দোলনকারীদের বোঝাতে সক্ষম হয়েছেন তারা।

সালেহউদ্দিন আহমেদ বলেন, ‘আমরা বলেছি আপনারা আন্দোলন থেকে সরে আসেন। তারা কী বলুক না বলুক এতে আমার কিছু আসে যায় না। আমরা বলছি যে দশের স্বার্থে, দেশের স্বার্থে আমরা যেটা অনুধাবন করেছি সেটা রাখবো।’

জাতীয় রাজস্ব বোর্ডকে বিলুপ্ত করে গেল ১২ মে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারির পরই এর প্রতিবাদ জানিয়ে কলম বিরতি করছিল এনবিআর কর্মকর্তারা। শুরুতে তাদের কয়েক দফা দাবি থাকলেও শেষমেশ তা গিয়ে ঠেকে প্রস্তাবিত দুই বিভাগের শীর্ষ কে হবেন বা পদ-পদবি নিয়ে। অর্থ উপদেষ্টা জানিয়েছেন, বাজেটের পরপরই দুটি বিভাগের প্রতিষ্ঠার কার্যক্রম শুরু হবে এবং তখন সময়ে সময়ে সংশ্লিষ্টদের মতামত ও পরামর্শ নেয়া হবে।

এসএস