৪ শতাংশ লভ্যাংশ ঘোষণা ঢাকা স্টক এক্সচেঞ্জের

ঢাকা স্টক এক্সচেঞ্জ
পুঁজিবাজার
অর্থনীতি
0

৪ শতাংশ লভ্যাংশ ঘোষণা ঢাকা স্টক এক্সচেঞ্জের। দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পরিচালনা পর্ষদ গত ৩০ জুন, ২০২৩ সমাপ্ত হিসাব বছরে শেয়ারহোল্ডারদের জন্য ৪ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। গত বছর ডিএসই শেয়ারহোল্ডারদেরকে ৬ শতাংশ লভ্যাংশ দিয়েছিল। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

তথ্য মতে, আলোচিত বছরে স্টক এক্সচেঞ্জটির করপরবর্তী মুনাফা হয়েছে ৮০ কোটি টাকা। ডিএসইর আগের বছর (২০২১-২২) কর পরবর্তী মুনাফা ছিল ১২৪ কোটি ৭৯ লাখ টাকা।

সর্বশেষ বছরে ডিএসইর শেয়ার প্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ৪৪ পয়সা। আগের বছর শেয়ার প্রতি মুনাফা (ইপিএস) ৬৯ পয়সা হয়েছিল।

গত ৩০ জুন, ২০২৩ শেষে এক্সচেঞ্জটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১০ টাকা ৬৩ পয়সা। আগামী ২১ ডিসেম্বর ডিএসই টাওয়ারের মাল্টি পারপাস হলে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ৩০ নভেম্বর।

সেজু