ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূচক কমিটি এই পর্যালোচনা সম্পন্ন করেছে, যা বাজার মূলধন, তারল্য এবং অন্যান্য নির্ধারিত মানদণ্ড অনুসারে পরিচালিত হয়েছে।
ডিএস৩০ সূচকে নতুন যুক্ত হওয়া কোম্পানিগুলো হলো—হাইডেলবার্গ ম্যাটেরিয়ালস বাংলাদেশ পিএলসি, তৌফিকা ফুডস অ্যান্ড লাভেলো আইসক্রিম পিএলসি, লিন্ডে বাংলাদেশ লিমিটেড।
সূচক থেকে বাদ পড়া কোম্পানিগুলো হলো—মেঘনা পেট্রোলিয়াম লিমিটেড, বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলস লিমিটেড (বিএসআরএম), পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ লিমিটেড।
এদিকে, ডিএসইএক্স (বাংলাদেশ ব্রড ইনডেক্স) ও ডিএসএমইএক্স (এসএমই গ্রোথ ইনডেক্স) সূচকেও ত্রৈমাসিক পর্যালোনা সম্পন্ন হয়েছে। তবে সংশ্লিষ্ট সময়কালে মূল ও এসএমই বাজারে নতুন কোনো কোম্পানি তালিকাভুক্ত না হওয়ায়, এই সূচকদ্বয়ে কোনো সংযোজন বা বিয়োজন হয়নি।