বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ট্যাক্স বাতিলের দাবিতে মানববন্ধন

প্রাইভেট বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নেটওয়ার্ক
দেশে এখন
শিক্ষা
1

বেসরকারি বিশ্ববিদ্যালয়ের উপর ১৫ শতাংশ ট্যাক্স আরোপের সিদ্ধান্ত প্রত্যাহার করার দাবিতে মানববন্ধন করেছে প্রাইভেট বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নেটওয়ার্ক।

আজ (বুধবার, ১৮ জুন) বিকেলে জাতীয় জাদুঘরের সামনে মানববন্ধনে শিক্ষার্থীরা আপিল বিভাগের এ সিদ্ধান্তের নিন্দা জানান। তারা বলেন, এই রায় শিক্ষার ব্যয়বৃদ্ধি, আর্থিক সংকট ও শিক্ষার্থীদের উপর বাড়তি চাপ সৃষ্টি করবে। তাই অবিলম্বে আইন করে বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে কর প্রত্যাহার করতে হবে।

এসময় বেসরকারি বিশ্ববিদ্যালয়ে টিউশন ফি নির্ধারণে অভিন্ন নীতিমালা প্রণয়ন, অলাভজনক প্রতিষ্ঠান হয়েও মুনাফা অর্জনের বিষয়ে তদন্ত করা সহ চার দফা দাবি জানান তারা।

সেজু