এসএসসির পাসের হারে টানা ১০ বছর এগিয়ে ছাত্রীরা

পাসের হারে ছাত্রীরা এগিয়ে
শিক্ষা
0

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। আজ (বৃহস্পতিবার, ১০ জুলাই) দুপুর ২টায় প্রকাশিত ফলে গড় পাসের হার ৬৮ দশমিক ৪৫ শতাংশ। তার মধ্যে ছাত্রীদের পাসের হার ৭১.০৩ এবং ছাত্রদের ৬৫.৮৮ শতাংশ। সেই হিসাবে এবারও পাসের হারে এগিয়ে রয়েছে ছাত্রীরা। এ নিয়ে টানা ১০ বছর এসএসসিতে পাসের হারে এগিয়ে ছাত্রীরা।

গত ১১ বছরের এসএসসি ও সমমানের ফল বিশ্লেষণে দেখা যায়, সবশেষ ২০১৫ সালে ছাত্রীদের চেয়ে পাসের হারে এগিয়ে ছিল ছাত্ররা। সে বছর ১১টি শিক্ষা বোর্ডে গড় পাসের হার ছিল ৮৭ দশমিক ০৪ শতাংশ। তার মধ্যে ছাত্রদের পাসের হার ছিল ৮৭.৪১ এবং ছাত্রীদের ছিল ৮৬.৬৪ শতাংশ। এরপর থেকে প্রতিবছর পাসের হারে এগিয়ে ছাত্রীরা।

আরও পড়ুন

এনএইচ