বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপালগঞ্জ জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় ঢাকা, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের আওতাধীন বৃহস্পতিবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। তবে বাকি আটটি সাধারণ শিক্ষা বোর্ডের পরীক্ষা যথারীতি চলবে।
আর গোপালগঞ্জ জেলার বৃহস্পতিবারের পরীক্ষার পরিবর্তিত সময়সূচি পরবর্তীতে নির্ধারণ করা হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়। এর আগে বন্যা পরিস্থিতিতে ফেনী জেলার এইচএসসি পরীক্ষা স্থগিত করা হয়েছিল।