ডাকসু নির্বাচন: প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন আজ, কাল থেকে প্রচারণা

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ভবন
শিক্ষা
0

ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সংসদ (ডাকসু) নির্বাচনের প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন আজ (সোমবার, ২৫ আগস্ট)। আগামীকাল (মঙ্গলবার, ২৬ আগস্ট) থেকে প্রার্থীরা আনুষ্ঠানিকভাবে প্রচার-প্রচারণায় নামবেন। এদিন শিক্ষার্থীদের সঙ্গে কুশল বিনিময় করতে দেখা গেছে নির্বাচনে অংশ নেয়া প্রার্থীদের।

আজ দুপুরে মধুর ক্যান্টিনে ছাত্র অধিকার পরিষদ সমর্থিত প্যানেল ছাত্রদলের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ তোলে। এসময় ভিপি প্রার্থী বিন ইয়ামিন মোল্লা অভিযোগ করেন, ছাত্রদলের চাহিদার কারণে নির্বাচন কমিশন প্রার্থীতা ফরম বিক্রির সময় বৃদ্ধি করেছে, যা প্রার্থী পরিচালনায় অসামঞ্জস্য সৃষ্টি করেছে।

তিনি বলেন, ‘ছাত্রদল একদিকে বলছে, নির্বাচিত হলে গেস্টরুমে কোনো সমস্যা থাকবে না। অন্যদিকে কমিটির মাধ্যমে গেস্টরুম সংস্কৃতিকে আরও উন্নত করার উদ্যোগ নেয়া হয়েছে।’

আরও পড়ুন:

অন্যদিকে, ডাকসুর স্বতন্ত্র ভিপি প্রার্থী উমামা ফাতেমা আচরণবিধি ভঙ্গ করে রাতে রোকেয়া হলে অবস্থান করেন। পরে সামাজিক মাধ্যমে বিষয়টি প্রকাশ হলে তিনি প্রভোস্ট বরাবর ক্ষমা চেয়ে চিঠি প্রদান করেন।

এসএস