তিতাস গ্যাসের ফেসবুক পেজে প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, আমিনবাজার এলাকায় তুরাগ নদের তলদেশে স্থাপিত বিতরণ গ্যাস পাইপলাইনে মালবাহী ট্রলারের নোঙরের আঘাতে ক্ষতি হয়। পরে পাইপলাইন মেরামত করা হলেও মেরামতের সময় পাইপের ভেতরে পানি প্রবেশ করে। পাশাপাশি ঢাকা শহরে সামগ্রিকভাবে গ্যাসের সরবরাহ কম থাকায় মহানগরজুড়ে তীব্র স্বল্পচাপ সৃষ্টি হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সমস্যা সমাধানে তিতাস গ্যাস কর্তৃপক্ষ নিরবচ্ছিন্নভাবে কাজ করছে। সাময়িক অসুবিধার জন্য গ্রাহকদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশও করেছে সংস্থাটি।
আরও পড়ুন:
এ বিষয়ে তিতাস গ্যাস ট্রান্সমিসন অ্যান্ড ডিস্ট্রিবিউশনের জনসংযোগ বিভাগের উপমহাব্যবস্থাপক এ এইচ এম মাছউদুর রহমান জানান, পাইপলাইনে ঢুকে পড়া পানি নিষ্কাশনের কাজ চলছে। তিনি বলেন, ‘যত দ্রুত সম্ভব গ্যাস সরবরাহ স্বাভাবিক করার চেষ্টা করা হচ্ছে। তবে এতে কত সময় লাগবে, তা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না।’
এদিকে, আজ (শুক্রবার, ৯ জানুয়ারি) ক্ষতিগ্রস্ত এলাকার বাসিন্দারা গ্যাস সংকটে ভোগান্তির কথা জানান। দ্রুত গ্যাস সরবরাহ স্বাভাবিক করার দাবি জানিয়ে ভোগান্তিতে পড়া নগরবাসী বলছেন, দীর্ঘদিন এমন পরিস্থিতি চলতে থাকলে সাধারণ মানুষের জীবনযাত্রা আরও বিপর্যস্ত হয়ে পড়বে।





