ডাকসুতে ভোটের নিরাপত্তা: মূল প্রবেশ পথে আর্মি, মেট্রো স্টেশন বন্ধ, হলে নিষিদ্ধ বহিরাগত

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ভবন
শিক্ষা
0

ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের নিরাপত্তা ব্যবস্থা চূড়ান্ত হয়েছে। ভোটের দিন বিশ্ববিদ্যালয়ের মূল সাতটি প্রবেশ পথে সেনাবাহিনী স্ট্রাইকিং ফোর্স হিসেবে দায়িত্ব পালন করবে এবং ভোটের ফলাফল প্রকাশ না হওয়া পর্যন্ত কেন্দ্রগুলো ঘিরে রাখবে।

আজ (মঙ্গলবার, ২৬ আগস্ট) বেলা ১১টায় ডাকসু ও হল সংসদের ভিপি, জিএস ও এজিএস প্রার্থীদের সঙ্গে সিনেট ভবনে রিটার্নিং কর্মকর্তাদের বৈঠক অনুষ্ঠিত হয়। সভায় রিটার্নিং অফিসার গোলাম রব্বানী প্রার্থীদের আচরণবিধি যথাযথভাবে মানার আহ্বান জানান।

রিটার্নিং অফিসারের নির্দেশ অনুযায়ী, ভোটের দিন বিশ্ববিদ্যালয়ের প্রধান সাতটি প্রবেশ পথ সেনাবাহিনী স্ট্রাইকিং ফোর্স হিসেবে প্রস্তুত থাকবে। ভোট শেষ হওয়ার পর ফলাফল ঘোষণার সময় পর্যন্ত কেন্দ্রগুলোকে ঘিরে রাখবে যাতে বাইরের কেউ প্রবেশ করতে না পারে।

আরও পড়ুন:

ভোটের সাত দিন আগে থেকে হলে কোনো বহিরাগতকে অবস্থান করতে দেয়া হবে না। এছাড়া ৯ সেপ্টেম্বর ভোটের দিন মেট্রোরেলের ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশন বন্ধ থাকবে।

রিটার্নিং অফিসার আরও জানান, মুক্তিযুদ্ধ ও জুলাই গণঅভ্যুত্থানের শহিদদের অসম্মানজনক কোনো কর্মকাণ্ড সহনীয় হবে না। কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থীর বিরুদ্ধে অভিযোগ থাকলে তা লিখিতভাবে জমা দিতে হবে। অভিযোগ প্রমাণিত হলে অভিযুক্ত প্রার্থীর বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে, তবে নিজে দায়িত্ব নিয়ে আইন নিজের হাতে নেয়া যাবে না।

সভায় প্রার্থীদের জানানো হয়, আজ থেকে তারা নির্বিঘ্নে প্রচারণা চালাতে পারবেন।

এসএস