শিক্ষক নিয়োগের ৭ম গণবিজ্ঞপ্তি প্রকাশ, আবেদন করবেন যেভাবে

শিক্ষক নিয়োগে সপ্তম গণবিজ্ঞপ্তি ২০২৬
দেশে এখন
শিক্ষা
2

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে বড় ধরনের শিক্ষক নিয়োগের ঘোষণা দিয়েছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (NTRCA)। প্রতিষ্ঠানটির প্রকাশিত ‘সপ্তম গণবিজ্ঞপ্তি’র (7th Cycle Admission/Recruitment Notice) মাধ্যমে এবার মোট ৬৭ হাজার ২০৮ জন শিক্ষক নিয়োগ দেওয়া হবে। এবারের বিজ্ঞপ্তিতে সবচেয়ে বেশি পদ বরাদ্দ রাখা হয়েছে মাদ্রাসার জন্য।

একনজরে এনটিআরসিএ ৭ম গণবিজ্ঞপ্তি (Quick Info)

বিবরণতথ্য (Information)
মোট পদ সংখ্যা৬৭,২০৮টি
আবেদন শুরুর তারিখ১০ জানুয়ারি, ২০২৬
আবেদনের শেষ তারিখ১৭ জানুয়ারি, ২০২৬
অফিসিয়াল ওয়েবসাইটntrca.gov.bd
আবেদনের মাধ্যমটেলিটক অনলাইন পোর্টাল

আরও পড়ুন:

শূন্য পদের বিবরণ (Vacancy Details)

সপ্তম গণবিজ্ঞপ্তিতে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে তিন ধরনের ক্যাটাগরিতে নিয়োগ দেওয়া হবে:

মাদ্রাসা: ৩৬,৮০৪টি পদ (সর্বোচ্চ)।

স্কুল ও কলেজ: ২৯,৫৭১টি পদ।

কারিগরি: ৮৩৩টি পদ। কর্তৃপক্ষ জানিয়েছে, পরিস্থিতির প্রয়োজনে পদের সংখ্যা কম বা বেশি হতে পারে।

আবেদনের সময়সূচী (Application Schedule)

আগ্রহী প্রার্থীদের অনলাইনে ই-অ্যাপ্লিকেশন (e-Application) পূরণ করতে হবে। সময়সীমা নিচে দেওয়া হলো:

আবেদন শুরু: ১০ জানুয়ারি ২০২৬।

আবেদন ও ফি জমার শেষ সময়: ১৭ জানুয়ারি ২০২৬ (রাত ১২টা পর্যন্ত)।

আরও পড়ুুন:

আবেদনের যোগ্যতা ও শর্তাবলী (Eligibility and Terms)

বিজ্ঞপ্তিতে বেশ কিছু গুরুত্বপূর্ণ শর্ত উল্লেখ করা হয়েছে:

বয়সসীমা: ৪ জুন ২০২৫ তারিখে প্রার্থীর বয়স সর্বোচ্চ ৩৫ বছর হতে হবে।

সনদের মেয়াদ: শিক্ষক নিবন্ধন সনদের মেয়াদ ফলাফল প্রকাশের তারিখ থেকে ৩ বছর পর্যন্ত কার্যকর থাকবে।

ইনডেক্সধারী শিক্ষক: বর্তমানে কর্মরত ইনডেক্সধারী শিক্ষকরা (Index-holding teachers) সমপদে আবেদনের যোগ্য বলে বিবেচিত হবেন না।

শূন্য পদের তালিকা দেখার সরাসরি লিঙ্ক (Direct Link for Vacancy List)

এনটিআরসিএ এবং টেলিটকের অফিশিয়াল পোর্টালে গিয়ে আপনি আপনার জেলা বা বিষয়ের শূন্য পদের তালিকা (Vacancy List) দেখতে পারবেন:

  • টেলিটক এনটিআরসিএ পোর্টাল: ngi.teletalk.com.bd
  • এনটিআরসিএ অফিশিয়াল ওয়েবসাইট: ntrca.gov.bd

আরও পড়ুন:

কিভাবে পদভিত্তিক তালিকা চেক করবেন?

১. প্রথমে উপরে দেওয়া টেলিটক পোর্টালে প্রবেশ করুন।

২. '7th Cycle Vacancy List' (সপ্তম গণবিজ্ঞপ্তি শূন্য পদের তালিকা) অপশনে ক্লিক করুন।

৩. এরপর আপনার কাঙ্ক্ষিত বিভাগ (Division), জেলা (District) এবং উপজেলা (Upazila) সিলেক্ট করুন।

৪. আপনার নির্দিষ্ট বিষয়ের (যেমন: বাংলা, গণিত বা সমাজবিজ্ঞান) জন্য কোন প্রতিষ্ঠানে কয়টি পদ খালি আছে, তা বিস্তারিত চলে আসবে।

আরও পড়ুন:

নিয়োগের গুরুত্বপূর্ণ শর্তাবলি (Key Recruitment Terms)

আবেদন ফরম (Application Form): শুধুমাত্র অনলাইনে লিঙ্কের মাধ্যমে আবেদন করা যাবে। ১০ জানুয়ারি ২০২৬ থেকে আবেদন ফরমটি উন্মুক্ত করা হবে।

পছন্দক্রম (Choice List): একজন প্রার্থী তার সনদ অনুযায়ী যোগ্য সব পদের বিপরীতে আবেদন করতে পারবেন, তবে তাকে মেধা ও পছন্দের ভিত্তিতে একটি তালিকা তৈরি করতে হবে।

আবেদন ফি: আবেদন শেষে নির্ধারিত সময়ের মধ্যে টেলিটক প্রিপেইড সিমের মাধ্যমে ফি জমা দিতে হবে। ফি জমা না দিলে আবেদন গ্রহণ করা হবে না।

ভুল তথ্য: আবেদনে কোনো ভুল তথ্য দিলে বা জাল সনদ প্রদান করলে এনটিআরসিএ যেকোনো সময় প্রার্থীর আবেদন বা সুপারিশ বাতিল করার ক্ষমতা রাখে।

আরও পড়ুন:

এসআর