৫ ফেব্রুয়ারির মধ্যে নবম পে-স্কেল ঘোষণার আল্টিমেটাম শিক্ষক জোটের

শিক্ষা মন্ত্রণালয়
শিক্ষা
0

দেশের সরকারি কর্মচারী ও শিক্ষকদের বহুল প্রতীক্ষিত নবম পে-স্কেল (9th Pay Scale) দ্রুত বাস্তবায়নের দাবিতে উত্তাল হয়ে উঠেছে শিক্ষা অঙ্গন। আগামী ৪ ফেব্রুয়ারির মধ্যে এই নতুন বেতন স্কেলের প্রজ্ঞাপন জারি করা না হলে ৫ ফেব্রুয়ারি থেকে সারাদেশে কঠোর আন্দোলনের ডাক দিয়েছে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট (Alliance for Nationalization of MPO-listed Education)।

আজ (সোমবার, ১৯ জানুয়ারি) জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই চূড়ান্ত সময়সীমা ঘোষণা করা হয়।

আরও পড়ুন:

ষড়যন্ত্র ও বাংলাদেশ ব্যাংক গভর্নরের মন্তব্যে ক্ষোভ

সংবাদ সম্মেলনে জোটের সদস্যসচিব দেলাওয়ার হোসেন আজিজী অভিযোগ করেন, অন্তর্বর্তীকালীন সরকার গত বছরের ২৭ জুলাই জাতীয় বেতন কমিশন-২০২৫ (National Pay Commission 2025) গঠন করলেও একটি পক্ষ এর প্রজ্ঞাপন জারিতে বাধা দিচ্ছে। বিশেষ করে, পে-স্কেল নিয়ে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের (Governor of Bangladesh Bank) নেতিবাচক মন্তব্যে প্রজাতন্ত্রের কর্মচারীদের মধ্যে তীব্র জনরোষ তৈরি হয়েছে। জোট নেতৃবৃন্দ অবিলম্বে এই মন্তব্য প্রত্যাহারের দাবি জানিয়েছেন।

আরও পড়ুন:

আন্দোলনের রূপরেখা (Action Plan)

জোটের পক্ষ থেকে জানানো হয়েছে, নির্দিষ্ট সময়ের মধ্যে দাবি আদায় না হলে:

  • দেশের প্রতিটি জেলায় বিশাল মানববন্ধন (Human Chain) কর্মসূচি পালিত হবে।
  • জেলা প্রশাসকদের মাধ্যমে প্রধান উপদেষ্টাকে (Chief Adviser) স্মারকলিপি প্রদান করা হবে।
  • এরপরেও সমাধান না হলে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে কর্মবিরতিসহ আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

সংবাদ সম্মেলনে বাংলাদেশ মাধ্যমিক কারিগরি শিক্ষক পরিষদ এবং মাদরাসা জেনারেল টিচার্স অ্যাসোসিয়েশনের শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত থেকে এই দাবির প্রতি সংহতি প্রকাশ করেন।

আরও পড়ুন:


এসআর