চারুকলা ইনস্টিটিউট ক্যাম্পাসে ফেরানোর দাবিতে চবি শিক্ষার্থীদের অনশন

চট্টগ্রাম
চবি শিক্ষার্থীদের আমরণ অনশন
এখন জনপদে , ক্যাম্পাস
শিক্ষা
0

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটকে মূল ক্যাম্পাসে ফিরিয়ে আনার দাবিতে টানা দ্বিতীয় দিনের মতো আমরণ অনশনে শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে দাবি আদায়ে চলছে এ কর্মসূচি।

আমরণ অনশন ছাড়াও চারুকলা ইনস্টিটিউটের শিক্ষার্থীরা অবস্থান কর্মসূচি পালন করছেন। আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, চারুকলা বিভাগকে মূল ক্যাম্পাসে ফেরাতে দীর্ঘদিন ধরেই তারা ধারাবাহিক আন্দোলন করছেন। প্রশাসনও আশ্বাস দেয় মার্চের মধ্যেই মূল ক্যাম্পাসে ফিরবে চারুকলা।

তবে, তা পূরণ না হওয়ায় আবারও আন্দোলনে নেমেছেন তারা। এ বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন বলছে, শিক্ষার্থীদের দাবির ব্যাপারে তারাও আন্তরিক। যদিও বিষয়টি সময় সাপেক্ষ।

সেজু