ফ্রুট কার্নিভালে ময়মনসিংহ মেডিকেল চিকিৎসকদের মিলনমেলা

সামার ফ্রুট কার্নিভাল ২০২৫
ক্যাম্পাস
শিক্ষা
0

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল এবং ইন্টার্ন ডক্টরস সোসাইটির আয়োজনে অনুষ্ঠিত হলো সামার ফ্রুট কার্নিভাল ২০২৫। কার্নিভালে মেডিকেল কলেজের শিক্ষার্থী ছাড়াও ময়মনসিংহ মেডিকেলের চিকিৎসকরা উপস্থিতি ছিলেন। কার্নিভালে মৌসুমি দেশিয় ফল ছাড়া ছিলো চকোলেট, কেক, আইসক্রিম ও কফি। পাশাপাশি বিশেষ আকর্ষণ হিসেবে ছিল ম্যাজিক শো, বেলুন টার্গেটিং গেমস।

আজ (সোমবার, ৩০ জুন) শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অডিটোরিয়াম প্রাঙ্গণে সকাল ৯টায় কেক কাটার মাধ্যমে প্রোগ্রামটির উদ্বোধন করেন ময়মনসিংহ মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. নাজমুল আলম খান। এ সময় উপস্থিত ছিলেন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. গোলাম ফেরদৌস।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন ডক্টরস সোসাইটি সভাপতি ডাক্তার সাকিব হাসান অনুষ্ঠান সম্পর্কে এখন টিভিকে বলেন, ‘এই প্রোগ্রামে আয়োজক হিসেবে থাকতে পেরে অভিভূত আমি। জুনিয়র ও সিনিয়রের এই মিলনমেলায় অনুঘটক হিসেবে থাকতে পারাটা আমার জীবনের অন্যতম সেরা স্মৃতি হিসেবে থাকবে। সুযোগ পেলে প্রতিবছরই ক্যাম্পাসকে আজকের মতো রাঙ্গিয়ে রাখতে চাই আমরা।’

কার্নিভালটি সফল করতে সর্বপ্রকার ব্যবস্থা গ্রহণ করার পাশাপাশি শিক্ষার্থীদের থেকে ব্যাপক সাড়া পাওয়া গেছে। ভবিষ্যতেও এমন আরো বড় পরিসরে ফ্রুট কার্নিভাল আয়োজন করার ইচ্ছা রয়েছে বলে আয়োজকরা জনান।

ইএ